রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৩০তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জহির সুমন। প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে বৈশাখী টেলিভিশনের ৩৯ বছর বয়সী এই ডিজাইনার গত ১১ জুন থেকে হাসপাতালে শয্যাশায়ী।
জহির সুমন তার শিশু বয়সে রিউমেটিক ফিভারে (বাত জ্বর) আক্রান্ত হয়েছিলেন। সেই রোগটিই এখন পরিণত বয়সে এসে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করেছে।
শরীরের ডান দিক নড়াচড়ায় অক্ষম ও বাকশক্তি হারিয়ে তিনি এখন স্কয়ার হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে তাকে বিদেশে নিয়ে যাওয়া দরকার। এতে খরচ হবে প্রায় ৪০ লাখ টাকা যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
সুমনের জন্য উই আওয়ার্স সিনেমা ও গুপী-বাঘা প্রোডাকশন্স যৌথভাবে ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। টিকিটের অর্থ পুরোটাই সুমনের চিকিৎসায় সহায়তা করা হবে।
গুপী বাঘা প্রডাকশন্স প্রযোজিত ও পরিবেশিত-
‘মাটির প্রজার দেশে’
রচনা ও নির্দেশনা: বিজন
প্রযোজনা: আরিফুর রহমান
‘মাটির প্রজার দেশে’
রচনা ও নির্দেশনা: বিজন
প্রযোজনা: আরিফুর রহমান
ভেন্যু: যাত্রা বিরতি, ৬০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
গুগল ম্যাপে ভেন্যু লোকেশন: https://goo.gl/maps/WDw8v5NqsGv
গুগল ম্যাপে ভেন্যু লোকেশন: https://goo.gl/maps/WDw8v5NqsGv
সময়: ৬.০০ টা ( প্রথম শো), ৮.০০ টা ( দ্বিতীয় শো)
অনুদান/প্রবেশ মূল্য: ৩০০ টাকা
টিকেট প্রাপ্তি: শো এর আগে যাত্রা বিরতি কাউন্টারে এবং অনলাইনে
অনলাইন টিকেট লিঙ্ক: https://bit.ly/2ITc0kE
অনুদান/প্রবেশ মূল্য: ৩০০ টাকা
টিকেট প্রাপ্তি: শো এর আগে যাত্রা বিরতি কাউন্টারে এবং অনলাইনে
অনলাইন টিকেট লিঙ্ক: https://bit.ly/2ITc0kE
যোগাযোগ: 01717434968, 01765469858