a
Wee Hours Cinema is an independent film distribution company based in Dhaka. Working with a network of diverse film professionals, WHC believes in the importance of independent film distributions.
444, South Kafrul, Dhaka Cantonment, Dhaka-1206
+880 1717 43 49 68
weehourscinemabd@gmail.com
Links
 

ইউটিউবে কামুর ‘দ্য ডিরেক্টর’

ইউটিউবে কামুর ‘দ্য ডিরেক্টর’

সিনেমা নির্মাণের পর তা প্রথমে সিনেমা হলে মুক্তি পায়। তারপর টেলিভিশন প্রিমিয়ার সবশেষে দর্শকের জন্য উন্মুক্ত করা হয় ইউটিউবে। কিন্তু ‘দ্য ডিরেক্টর’-এর ক্ষেত্রে ঘটছে উল্টোটা। প্রেক্ষাগৃহের বদলে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে সরাসরি ইউটিউবে! তাও আবার ঈদের সিনেমা হিসেবে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর পরিচালক কামরুজ্জামান কামু। এতে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, মোশাররফ করিম, নাফিজা জাহান, তানভীন সুইটি, কচি খন্দকার, কামরুজ্জামান কামু প্রমুখ। ২০১০ সালে সিনেমাটির শ্যুটিং শুরু হয়। ২০১৩ সালে সেন্সরে জমা পড়ে। ২০১৫ সালে ছাড়পত্র পায়। অবশেষে ২০১৯ সালের এই ঈদে মুক্তির আলো দেখতে যাচ্ছে ‘দ্য ডিরেক্টর’। নানা কারণে প্রায় ১০ বছর ধরে সিনেমাটি আলোচনায় রয়েছে। বহুবার শ্যুটিং প্যাকআপ, পপিকে নিয়ে এর মারজুকের গান গাওয়া, পপির অসহযোগিতা, সেন্সর বোর্ডে আটকে থাকা, রাজপথে ছাড়পত্রের আন্দোলন, প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়ে নানা জটিলতা ইত্যাদি। দেশ রূপান্তরকে নির্মাতা কামু জানান, এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই অনেকটা দেরি হয়ে গেছে, সিনেমাটি দর্শকদের সামনে আনতে। তবে সিনেমাটি নিয়ে সবার অনেক আগ্রহ। আমি চাই সিনেমাটি দর্শক উপভোগ করুক। কিন্তু প্রেক্ষাগৃহের পরিবেশের সঙ্গে আমি মানিয়ে নিতে পারিনি। তাই সরাসরি ইউটিউবে সিনেমাটি মুক্তি দিচ্ছি। সানবিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তি পাবে। ‘দ্য ডিরেক্টর’-এর অনলাইন পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনেশিয়েটিভ প্ল্যাটফরম। যার মাধ্যমে চলচ্চিত্রটি অনলাইনে দেখার পর দর্শক যদি মনে করেন, এটি তাকে বিনোদিত করেছেÑ তাহলে এই প্ল্যাটফরমের মাধ্যমে যেকোনো পরিমাণ অর্থ, যেকোনো দেশ থেকে প্রদান করতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে এখন শিল্পকর্মের বিনিয়োগ তোলা হচ্ছে। এর মধ্যে সিনেমাটির দুটি গান ও টিজার ইউটিউবে প্রকাশ হয়েছে। এর মধ্যে একটি ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’। গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও গীতিকার নিজেই। গানটিতে পপি আর মারজুক রাসেলের রসায়ন দেখার মতো। এরই মধ্যে গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। অন্য গানটি হলো নির্মাতা কামুর লেখা ও গাওয়া ‘হাতের ওপর হাতের পরশ রবে না’। সিনেমাটির গল্প এগিয়েছে একজন চলচ্চিত্র নির্মাতার শ্যুটিং আর সংসার জীবনের নানা টানাপড়েন নিয়ে।

Info
Country:

Ghana

Client:

Best pictures

Category:

CrowdFunding, Screening

Tags:

alternative screening, feature film

Date:

May 8, 2017