শুনতে কি পাও – Are You Listening এর আরেকটি সফলতম প্রদর্শনী হলো Jatra Biroti তে। আমরা এভাবে সিনেমা দেখানোর যাত্রা শুরু করেছিলাম উত্তরায় কাউন্টার ফটোর ক্যাম্পাসে। এবার বনানীতে। যারা প্রদর্শনীতে এসেছিলেন, আলোচনায় অংশ নিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের এই যাত্রায় অনেক বেশি ধন্যবাদ পাবার অধিকার রাখে ‘শুনতে কি পাও!’ ছবির প্রযোজনা সংস্থা Studio Beginning সূচনা প্রযোজনা, ছবির নির্মাতা Kamar Ahmad Simon এবং প্রযোজক Sara Afreen।
পৃথিবীর প্রধানতম সব চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত চলচ্চিত্র ‘শুনতে কি পাও’- আমাদের বিকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ আমাদের জন্য বড় পাওয়া। শুধু তাই নয়, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে যে ক’জন নির্মাতা নিজেদের কাজের মাধ্যমে সুপরিচিত তাদের মধ্যে অন্যতম কামার আহমাদ সাইমন, তাঁর সহযাত্রী প্রযোজক সারা আফরীন, দুজনেই প্রতিটি প্রদর্শনীতে উপস্থিত থেকে দর্শকদের মুখোমুখি হয়েছিলেন। শেয়ার করেছেন নির্মাণের পেছনের গল্প, ভবিষ্যতের স্বপ্ন।
সামনে আরও নতুন ও সম্ভাবনাময় অনেক চলচ্চিত্র নিয়ে আসছি আমরা। থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনীও। এজন্য যাত্রা বিরতিকে ধন্যবাদ। ধন্যবাদ উই আওয়ার্স সিনেমা টিমকে। তাদের অক্লান্ত পরিশ্রম সার্থক।
বি: দ্র: ক্যামেরায় সমস্যা থাকায় প্রথম প্রদর্শনীর ছবিগুলো আপলোড করা গেল না।